ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে আসছেন রোনালদিনহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১২ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। ১৮ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে এই বিশ্বজয়ী ফরোয়ার্ডের।

কয়েক মাস আগে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসলেও কোনও ফুটবলারের সঙ্গে দেখা করেননি। এমনকি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি। আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে সমালোচনাও হয়েছিল বিস্তর। 

তবে এবার দুইবারের ব্যালন ডি অর জয়ী রোনালদিনহোর সঙ্গে জামাল ভুইঁয়াসহ ফুটবলারদের সাক্ষাতের সুযোগ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। 

মার্টিনেজকে ঢাকায় আনা কলকাতার ক্রীড়া এই উদ্যোক্তা এবার আনছেন ৪৩ বছর বয়সী রোনালদিনহোকে।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় আসবেন ব্রাজিলের সাবেক এই খেলোয়াড়। পরদিন রাতে ঢাকা ছেড়ে কলকাতা যাবেন তিনি। 

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৯৬ ম্যাচ খেলে রোনালদিনহোর গোল ৬২টি। ২০০২ বিশ্বকাপ ছাড়াও একটি কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ জিতেছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি