ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মাহমুদউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৩ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতেছে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। 

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক।

আগের ম্যাচের দল থেকে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে এসেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হারের মুখ দেখে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। যদিও টপ অর্ডার নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। অবশ্য লিটনের ফর্মে ফেরার ইঙ্গিতে কিছুটা স্বস্তিতে টাইগার শিবির। 

অন্যদিকে, টানা দুই বিশ্বকাপ ফাইনাল খেলেও ট্রফি জিততে না পারার দুঃখ ঘোচানোর মিশনে দুর্বার গতিতে ছুটছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড-নেদারল্যান্ডসকে নাস্তানাবুদ করার পর জয়ের বৃত্তেই থাকতে চায় কিউইরা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ,  তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি