ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৪ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৪:১৯, ১৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে এই সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

ওয়ানডে ইতিহাসে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য এবার টিম ইন্ডিয়ার। নিজ মাটিতে তাদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে আয়োজকরা। 

পাকিস্তানের বিপক্ষেও একই ধারায় থাকতে চায় রোহিত বাহিনী। 

এদিকে ফেবারিটের তকমা নিয়ে ভারতের মাটিতে পা রেখে প্রথম দুই ম্যাচে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডসকে নাস্তানাবুদ করার পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় রেকর্ড গড়ে। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত হলেও ভাবছেন না বাবর-রিজয়ানরা। 

অতীত রেকর্ডকে তোয়াক্কা না করে জয়ের ধারায় থাকতেই মাঠে নামছে পাকিস্তান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, ও মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি