ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ১৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

ব্যাটিং ধসের পর বল হাতেও সুবিধা করতে পারেনি পাকিস্তানের বোলাররা। ফলে ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে ভারতকে খুব একটা বেগ পেতে হয়। বাবর আজমের দলকে রোহিত শর্মারা হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

জয়ের ম্যাচে ব্যাট হাতে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কাপ্তান রোহিত। ৬৩ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। ডেঙ্গু থেকে সেরে ফেরা শুভমান গিল ১১ বলে ১৬ রান করে ফিরলেও তার কোনো প্রভাব পড়েনি ভারতের ব্যাটিংয়ে। রোহিত একাই হাত খুলে খেলতে থাকেন। কিছুক্ষণ তাকে সঙ্গ দিয়েছেন তিনে ব্যাট করতে আসা বিরাট কোহলি। 

১৮ বলে ১৬ রান করে হাসান আলির শিকার হয়ে ফেরেন কোহলি। তবে হাল ধরেছিলেন রোহিত। ভারতীয় অধিনায়কের বিদায়ের পর হাল ধরেন শ্রেয়াস আইয়ার। লোকেশ রাহুলকে সাথে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ব্যাটার।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি