ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ১৯ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু মিডল অর্ডারে ব্যর্থতা। শেষদিকে আবার কিছু ক্যামিও। সবমিলিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৫৬ রান করেছে বাংলাদেশ।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। শুরুর দিকে ভারতীয়দের বল সামলাতে বেশ বেগ পেতে হয়েছে দুই ওপেনারকে।

তবে পঞ্চম ওভারের পর থেকে ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন তামিম ও লিটন। প্রথম পাওয়ার প্লে-তে আসে ৬৩ রান। ইনিংসের ১৪তম ওভারে এসে ৪১ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান তামিম। তবে ফিফটির পরই আউট হন এ ব্যাটার।

নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ কেউই আজ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শান্ত ৮ ও মিরাজ ৩ রান করেন। একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূরণ করেন লিটন। বিশ্বকাপ ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতকে পৌঁছাতে তিনি খেলেন ৬২ বল।

দায়িত্বশীল ইনিংস খেলার এক পর্যায়ে জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে শুভমান গিলের তালুবন্দী হন লিটন। এর আগে করেন ৬৬ রান। তাওহীদ হৃদয় টিকে ছিলেন ঠিকই, কিন্তু ফেরেন হতাশা উপহার দিয়ে। ৩৫ বলে ১৬ রান করেন এ ব্যাটার।

মুশফিকুর রহিম ভালো কিছুর সম্ভাবনা জাগালেও ৩৮ রানের বেশি করতে পারেননি। নাসুম আহমেদ করেন ১৪ রান। শেষদিকে দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৪৬ রানের বদৌলতে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি