ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ থেকে দেশে ফিরলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২৫ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান হঠাৎই দেশে এসেছেন। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় এসে দুপুরে গিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। 

জানা গেছে, দেশে এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এই কোচের অধীনেই নিজেকে বড় করেছেন সাকিব। হয়ে উঠেছেন বিশ্বসেরা তারকা।

অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে।

এর আগে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় তাজ হোটেল থেকে কলকাতায় রওয়ানা হয় বাংলাদেশ দল। কলকাতায় আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। তবে পুরো দল একটা বাসে করে বিমানবন্দরে গেলেও ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি আলাদাভাবে বিমানবন্দরে গেছেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি