ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ের পর হেডের সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৮ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি দুই পড়শি দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে রানের বন্যা বইয়ে দিয়েছে অজি দুই ওপেনার। ঝড়ো ব্যাটিংয়ে ওয়ার্নার হাফসেঞ্চুরি করে ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড।

ধর্মশালায় টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টম লাথাম।

ব্যাট হাতে নেমে চার-ছক্কায় ঝড় তোলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। এই দুই ওপেনারের ব্যাট থেকে আসে ১৭৫ রান।  এরপরই গ্লেন ফিলিপসের শিকার হয়ে ফিরেন ওয়ার্নার। তার আগে ৬৫ বল মোকাবেলায় ৬ ছক্কা ও ৫ চারে ৮১ রান করে যান ওয়ার্নার।

অপরপ্রান্তে থাকা ওপেনার হেড আরও আগ্রাসী ব্যাট চালান। দলীয় সংগ্রহ ২০০ রানের মাথায় আউট হন হেড। ফিলিপসের বলে বোল্ড হওয়ার আগে সেঞ্চুরি করে যান এই অজি ওপেনার। ৬৭ বল মোকাবেলায় ৭ ছক্কা ও ১০ চারে ১০৯ রান করেন হেড।

এরপরে গ্লেন ফিলিপসের তৃতীয় শিকার স্টিভেন স্মিথ। তার সংগ্রহ ১৮ রান।

এ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩১ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৩৪ রান। মার্নাস লাবুশেনকে নিয়ে ব্যাট করছেন মিচেল মার্শ।

সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যেতে চোখ জয়ে দুদলেরই। প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে জোড়া হারে বিশ্বকাপ শুরুর পর টানা তিন ম্যাচ জিতে চারে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর আগ্রাসী ক্রিকেট খেলেই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। অপরদিকে, টানা চার জয়ের পর সবশেষ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরেছে নিউজিল্যান্ড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি