ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টস জিতে দ.আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের হাই ভোল্টে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড। 

বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচ খেলে পাঁচাটিতেই বড় ব্যবধানে জিতে টেবিলেরও দ্বিতীয় স্থানে আছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধারায় থেকে শীর্ষস্থানে ফিরতেই মাঠে নামছে টেম্বা বাভুমার দল। 

টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপা ছুঁতে না পারার দুঃখ খোচানোর মিশনে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল দুর্দান্ত। চারা চার ম্যাচেই জয়। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পর পর দুই হারে মনস্তাত্বিকভাবে কিছুটা অস্বস্তিতে রয়েছে দলটি। তবে এই ম্যাচ দিয়ে আবারও জয়ে ফেরার পরিকল্পনা করছে কিউইরা।

এই দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী কিউইরা এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকার ২ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় রয়েছে ৩টি। আর সর্বমোট ৭১ ওয়ানডে ম্যাচের হিসাবে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। যেখানে নিউজিল্যান্ডের জয় রয়েছে ২৫টি এবং দক্ষিণ আফ্রিকার ৪১টি। আর পাঁচ ম্যাচে কোনো ফল আসেনি।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, আইডেন মার্করাম, এনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি