ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

হার দিয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১১ নভেম্বর ২০২৩

হার দিয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। 

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিশ্বকাপের প্রথমবার তিনশ’র বেশী রান করেও জিততে পারেনি টাইগাররা। বিশ্বকাপ শেষ হয়েছে আগেই। লক্ষ্য ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনে টিকে থাকা। তানজীদ তামিম ও লিটনের ওপেনিং জুটিতে আসে ৭৬ রান। ৭৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। জবাবে ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এছাড়া, ১৭৭ রানের ক্যালিয়ার সেরা ইনিংস খেলেন মিচেল মার্শ। স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন ৬৩ রানে।

এসবি/  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি