ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১২ নভেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

চাটার্ড ফ্লাইটে রোববার সকাল ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় জাতীয় দলের ক্রিকেটাররা।

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে গত ২৭ সেপ্টেম্বর ভারতের বিমান ধরে সাকিব-মুশফিকরা। তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল। 

শেষ দিকে লঙ্কানদের হারিয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রেখে দেশে ফিরলো টাইগাররা। 

ভারত থেকে সরাসরি আফ্রিকার বিমান ধরেছে পেইস বোলিং কোচের দায়িত্ব ছাড়া অ্যালান ডোনাল্ড। 

২০০০ সালের পর ওয়ানডে বিশ্বকাপে এবারই সবচেয়ে কম ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ সালের আসর বাদে বাংলাদেশ প্রত্যেক টুর্নামেন্টেই ৩টি করে ম্যাচে জিতেছিল।

এদিকে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না জাতীয় দলের খেলোয়াড়রা। ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ খেলবে তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি