সেঞ্চুরির হাফ-সেঞ্চুরিতে শচীনকে ছাপিয়ে চূড়ায় কোহলি
প্রকাশিত : ২২:৩৪, ১৫ নভেম্বর ২০২৩
বিরাট কোহলির ৫০! ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরির করার সুবাদে শচীন টেন্ডুলকারের দুর্দান্ত এক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি। এবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করার সুবাদে শচীনকে টপকে এককভাবে বিশ্বরেকর্ড নিজের দখলে নিলেন কোহলি।
বুধবার (১৫ নভেম্বর) প্রথমে এক বিশ্বকাপে শচীনের সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড ভাঙেন কোহলি। তার পর শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রানের বিশ্বরেকর্ড ভাঙলেন। পরে এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরানের রেকর্ডও ভেঙে দিলেন কোহলি। সব মিলিয়ে বুধবার শচীনের তিনটি রেকর্ড ভেঙে দিলেন কোহলি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২তম ওভারের চতুর্থ বল। লকি ফার্গুসনকে স্কয়ার লেগের দিকে খেলে ডাবল রান নিলেন কোহলি। এতেই ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি।
সেঞ্চুরি পূর্ণ করার পর লাফ দিয়েছেন। ব্যাটটা রেখে খুলেছেন গ্লাভস, এরপর হেলমেট। এরপর নুইয়েছেন মাথা। নিজের আদর্শ শচীন টেন্ডুলকারের সামনে, তার মাঠে, তাকে ছাড়িয়ে গেলেন কোহলি। সেটিও বিশ্বকাপের সেমিফাইনালে। স্ত্রী আনুশকা শর্মার উল্লাস আর কোহলির চোখ-মুখের ভাষায় বলে দেয় সব!
এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে কোহলির সর্বোচ্চ ছিল ৩৫ রান। সেটি ছাড়িয়ে আজ প্রথম ফিফটি পেয়েছেন। এবার প্রথম সেঞ্চুরিও। অবশেষে থেমেছেন কোহলি। ডিপ স্কয়ার লেগে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। ফেরার আগে ১১৭ বলে ১১৭ রান করেন তিনি। কিউইদের বিপক্ষে শ্রেয়াসের সঙ্গে তার জুটি ১৬৩ রানের।
এতদিন একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন শচীন টেন্ডুলকার। এখন থেকে বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ৫০তম সেঞ্চুরি। ২৭৯টি ওয়ানডে ইনিংসে ব্যাট করে কোহলি এমন কৃতিত্ব অর্জন করেন। শচীন ৪৫২টি ওয়ানডে ইনিংসে ব্যাট করে ৪৯টি শতরান করেছিলেন। বিশ্বের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি মালিক বিরাট কোহলি।
কেআই//