ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আক্রমণাত্মক শুরু পর ৩ উইকেট হারাল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৫:৩৬, ১৯ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিক ভারত। আর শুরুটাও হয় আক্রমণাত্মক। রোহিত শর্মা ব্যাট চলছিল রকেট গতিতে। কিন্তু গিল ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি রোহিতও। আর নেমেই আউট শ্রেয়াস আইয়ার।

রোববার (১৯ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হয় ভারতের ব্যাটাররা। তবে পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়েছে ভারত। 

তবে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৭ বলে ৪ রান করে আউট হন শুভমান গিল। গিলের বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। রোহিতের সঙ্গে কোহলিও চড়াও হন অজি বোলারদের ওপর। 

তবে দলীয় ৭৬ রানে ফের উইকেট হারায় ভারত। ৩১ বলে ৪৭ রানের মারমুখি ইনিংস খেলে আউট হন রোহিত। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ৮০ রান সংগ্রহ করলেও শ্রেয়াস আইয়ারকে হারিয়েছে ভারত। কামিন্সের বলে উইকেট রক্ষকের হাতে ধরা পড়েন আইয়ার।

কোহলির সঙ্গে যোগ দিয়েছেন রাহুল। এ পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৭। কোহলি (২৬) আর রাহুল (৪) ব্যাট করছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি