ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ব্যাটিংয়ে শীর্ষে কোহলি, বোলিংয়ে শামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ১৯ নভেম্বর ২০২৩

পুরো বিশ্বকাপ আসরেই আধিপত্য দেখিয়েছিল ভারত। ব্যাটিং-বোলিং সবক্ষেত্রেই পারফরম্যান্স দেখিয়েছে সমানতালে। তবে টানা ১০ ম্যাচ জয়ের পর ফাইনালে গিয়ে হারের মধ্য দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে রোহিত-কোহলিদের।

তবে ফাইনালে দল হারলেও বিরাট কোহলি ও মোহাম্মদ শামির কপালে জুটেছে বিশ্বকাপের সেরা ব্যাটার ও সেরা বোলারের তকমা।

১১ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন কোহলি। ভেঙেছেন বিশ্বকাপের এক আসরে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের করা ৬৭৩ রানের রেকর্ড। ৫৯৭ রান নিয়ে দুইয়ে আছেন কোহলিরই সতীর্থ রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক ৫৪.২৭ গড়ে ব্যাট করে এবারের আসরে এক সেঞ্চুরি ও তিনটি ফিফটি হাঁকিয়েছেন।

এদিকে, বোলারদের মধ্যে ২৪ উইকেট নিয়ে শীর্ষে শামি। অথচ ভারতের হয়ে প্রথম চার ম্যাচে খেলারই সুযোগ পাননি ডানহাতি এই পেসার। ২৩ উইকেট নিয়ে দুইয়ে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। বিশ্বকাপ ইতিহাসে স্পিনার হিসেবে এক আসরে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ডে মুত্তিয়া মুরালিধরনকে ছুঁয়েছেন তিনি।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি