ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপের রেশ না কাটতেই ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৩ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের রেশ কাটকে না কাটতে আবারও মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে দু’দল।

বিশাখাপাতনামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায়।

আগামী বছরের মাঝামাঝিতে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সব দলগুলোই বেশি প্রাধান্য দিচ্ছে ছোট ফরমেটের ক্রিকেটকে। দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডে ও টেস্টের থেকে টি-টোয়েন্টির সংখ্যা বাড়াচ্ছে সব দলগুলোই। 

সেই ধারাবাহিকতায় বিশ্বকাপ শেষ হওয়ার চারদিনের মাথায় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া। 

অজিদের কাছে হেরে ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া হয় ভারতের। রোহিশ শর্মা, হার্দিক পান্ডিয়া না থাকায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। 

বিশ্বকাপে টানা ১১ ম্যাচ খেলার ধকল কাটিয়ে উঠতে নিয়তিম বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়াও।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি