প্রথম বলেই অলআউট বাংলাদেশ, ২ উইকেট হারাল নিউজিল্যান্ড
প্রকাশিত : ১১:৩৩, ২৯ নভেম্বর ২০২৩
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রানে অল আউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ রান করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের প্রথম বলে বাংলাদেশের শেষ উইকেটের পতন হয়।
আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা শরিফুল ইসলামকে লেগ বিফোর আউট করে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন নিউজিল্যান্ড অধিনায়ক পেসার টিম সাউদি। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।
বাংলাদেশের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-মোমিনুল হক ৩৭ রান করে, নুরুল হাসান ২৯, অভিষেক হওয়া শাহাদাত হোসেন ২৪ ও মেহেদি হাসান মিরাজ ২০ রান করেন।
নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৫৩ রানে ৪ উইকেট নেন। কাইল জেমিসন-আজাজ প্যাটেল ২টি করে এবং ইশ সোধি-সাউদি ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে খেলতে নেমে দুই উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। টম লাথাম (২১) তাইজুলের শিকার, আর ডেভন কনওয়ে (১২) মেহেদি মিরাজের বলে শাহাদাত হোসেনের তালু বন্দি হয়ে ফিরে যান।
২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭৮ রান। ব্যাট করছেন কেন উইলিয়ামসন (২৩) এবং হেনরি নিকোলাস (১১)।
এএইচ