ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

নিউজিল্যান্ডের ৩ উইকেট শিকার করে চা-বিরতিতে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১ ডিসেম্বর ২০২৩

সিলেট টেস্ট জিততে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। জবাবে খেলতে নেমে চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৩৭ রান করেছে নিউজিল্যান্ড।

টম লাথামকে শূণ্যতে শিকার করে বাংলাদেশকে প্রখথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকে ১১ রানে বিদায় দেন স্পিনার তাইজুল ইসলাম। ২ রান করে স্পিনার মিরাজের শিকার হন হেনরি নিকোলস। ৩০ রানে ৩ উইকেট পতন হয় নিউজিল্যান্ডের।

ডেভন কনওয়ে ১৮ ও ড্যারিল মিচেল ৬ রানে অপরাজিত থেকে বিরতিতে যান। শরিফুল-মিরাজ ও তাইজুল ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪, মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৫০ রান করেন। নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ১৪৮ রানে ৪ উইকেট নেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো ৩১৭।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি