ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১০ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর।

শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের ওই ফ্লাইটে মুস্তাফিজ, তানজিদ তামিম, তানজিম সাকিব, রিশাদ আহম্মেদ, তৌহিদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসানদের সঙ্গী হয়েছেন সহকারী কোচ নিক পোথাস।

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা খেলোয়াড়রা যাবেন দ্বিতীয় বহরে। এদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার রাতে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। 

আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তারপর ২০ ও ২৩ ডিসেম্বর পরের দুটি একদিনের ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে ২৭, ২৯ আর ৩১ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি