ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোহিতের রেকর্ড সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ১৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের নেই কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি।আইপিএলের আগে আফগানিস্তানের বিপক্ষেই শেষ সিরিজ খেলছে বিরাট কোহলি-রোহিত শর্মারা। সিরিজের প্রথম দুই ম্যাচে গোল্ডেন ডাক মারেন রোহিত শর্মা। আজ বুধবার বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আফগানদের হোয়াইটওয়াশ করতে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। রোহিতের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ঘুড়ে দাড়ায় ভারত।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় আরো দুজনের সঙ্গে যৌথভাবে এক নম্বরেই ছিলেন রোহিত শর্মা।  বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে ঝড় তুলে এই দুজনকে ছাড়িয়ে রেকর্ডটা একান্ত নিজের করে নিয়েছেন ভারতীয় হার্ড হিটার।

আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ততম সংস্করণে প্রথম ব্যাটার হিসাবে পাঁচটি সেঞ্চুরি করলেন রোহিত। এই ফরম্যাটে চারটি করে সেঞ্চুরি আছে সূর্য্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েলের। ২০১৯ সালের জানুয়ারির পর টি-টোয়েন্টিতে এটা রোহিতের প্রথম তিন অংকের স্কোর।  দলের প্রবল চাপের মুখে আফগানিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার তৃতীয় টি-টোয়েন্টিতে ১২১ রানের হার না মানা এক সাইক্লোণ ইনিংস খেলেছেন রোহিত।

ভারতের হয়ে এই ফরম্যাটে এটা চতুর্থ সর্বোচ্চ স্কোর। ৬৯ বলে ৮টি ছক্কা এবং ১১টি চারে বিধ্বংসী সেঞ্চুরির ইনিংসটা সাজিয়েছেন তিনি। ইনিংসের ১৮তম ওভার শেষে তাঁর স্কোর ছিল ৮৮। ১৯তম ওভারে আজমতউল্লাহকে টানা তিন বলে ছক্কা এবং ২টি চার মেরে তিনি ছুঁয়েছেন তিন অংকের জাদুকরী স্কোর। হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন তিনি ৪১ বলে। পরের ৭১ রান করেছেন ২৮ বলে।  প্রথম দুই ম্যাচ জিতে ভারতের শুরুটা হয়েছিল দু:স্বপ্নের মতো। ২২ রানে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। শুরুর ধ্বসে রানের গতিও যায় থমকে।

১৫ ওভার শেষেও তাদের স্কোর ছিল ১০৯। আর কোনো উইকেট না হারিয়ে সেই ভারতের স্কোর ২০ ওভার শেষে ২১২। এর বড় কৃতিত্ব রোহিতের। এক্ষেত্রে ভারত অধিনায়ককে দারুণ সহযোগিতা করেছেন রিংকু সিং। ব্যাটে ঝড় তুলেছিলেন রিংকুও। ৬টি ছক্কা এবং ২টি চারে ৩৯ বলে ৬৯ রানের হার না মানা বিধংসী হাফসেঞ্চুরি করেছেন তিনি। রোহিত ও রিংকুর ব্যাটিং তাণ্ডবে শেষ ৫ ওভারে ১০৩ রান যোগ হয় ভারতীয় স্কোরবোর্ডে। তবে বিরাট কোহলি আউট হয়েছেন নিজের প্রথম বলে। এই ম্যাচে ৬ রান করতে পারলে সবধরনের টি-টোয়েন্ট মিলিয়ে ১২ হাজার রানের মাইলফলক ছুঁতেন তিনি। গোল্ডেন ডাক মারায় সেই অপেক্ষা বাড়ল কোহলির।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি