অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল রাব্বি
প্রকাশিত : ১৪:৪১, ২০ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৪:৪৩, ২০ জানুয়ারি ২০২৪
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং নিয়েছে বাংলাদেশ যুবরা।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে দুপুর দুইটায় টস করতে নামেন দুই অধিনায়ক। টস জিতে রাব্বি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত জানান। তাই স্বাভাবিকভাবেই ব্যাটিংয়ে নামতে হচ্ছে ভারতকে।
২০২০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা।
গেল মাসে প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ। এবার বিশ্বকাপ জয়ের মিশনে আত্মবিশ্বাসী তারা।
বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।
এএইচ