ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অবশেষে জয় পেলো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ২১ জানুয়ারি ২০২৪

নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে অবশেষে জয় পেলো পাকিস্তান। পঞ্চম ও শেষ ম্যাচে কিউইদের ৪২ রানে হারিয়েছে শাহীন শাহ আফ্রিদির দল। অবশ্য টানা চার ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। 

আজ (রোববার) ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের মাঝারিমানের পুঁজি গড়ে পাকিস্তান। ইফতেখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজের বোলিং তোপে ১৭.২ ওভারে ৯২ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।

ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ফখর জামান করেন ১৬ বলে ৩৩ রান এবং ২৪ বলে ১৩ করেন বাবর। সাহিবজাদা ফারহান ১৯ রান এবং আব্বাস আফ্রিদি ১৪ রান করেন।

৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে পাকিস্তান।

নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইস সোদি। 

জাবাবে শাহীন আফ্রিদি, নওয়াজ, ইফতিখারদের দুর্দান্ত বোলিংয়ে ৯২ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছে মাত্র চার ব্যাটার। সর্বোচ্চ ২৬ রান করেছেন গ্লেন ফিলিপস। 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ইফতিখার আহম্মেদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি