ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় আসছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১০:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের পাশে দাঁড়াতে নভেম্বরে ঢাকায় আসছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। পেশাদার বক্সিং সোসাইটির চেয়ারম্যান জানিয়েছেন, বক্সারদের বিভিন্ন কৌশল শেখানো ও বক্সিংয়ের প্রতি আরও উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই আসছেন টাইসন।

জনপ্রিয় হয়ে উঠছে পেশাদার বক্সিং। রাজধানীর আসাদ বক্সিং অ্যারেনায় নিয়মিত চলছে অনুশীলন। সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় ব্যক্তি উদ্যোগেই এগিয়ে চলছে এই খেলা।

এরইমধ্যে অস্ট্রেলিয়ান প্রফেশনাল বক্সিং কমিউনিটি এবং নিউইয়র্ক বক্সিং সোসাইটির সাথে অবকাঠামোগত উন্নয়নের জন্য চুক্তি করেছে বাংলাদেশ পেশাদার বক্সিং সোসাইটি-বিপিবিএস।

পেশাদার বক্সিংকে জনপ্রিয় করে তুলতে এবার ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে মাইক টাইসনকে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরেই আসবেন এই কিংবদন্তী।

পেশাদার বক্সিংয়ের প্রশিক্ষণ বেশ ব্যয়বহুল। সরকারি সহযোগিতা পেলে অন্য খেলার মতো বক্সিংও এগিয়ে যেতো বলে মনে করেন বিপিবিএস চেয়াম্যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি