ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিপিএল: ব্যাটিংয়ে দেশিদের রাজত্ব, সর্বোচ্চ রান তামিমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২ মার্চ ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)র দশম আসরে শীর্ষ পাঁচ ব্যাটারের সবাই স্বদেশী। এবারের আসরে সর্বোচ্চ রান করেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। 

১৫ ম্যাচের ১৫ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৯২ রান করেন তামিম। ধারাবাহিক ও দায়িত্বশীল ব্যাটিংয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার স্বীকৃতিও পেয়েছেন এই ওপেনার।

১৪ ম্যাচের ১৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৬২ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়।

তৃতীয় সর্বোচ্চ ৩৯১ রান করেছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান ৩৮৪ ও বরিশালের মুশফিকুর রহিম ৩৮০ রান করেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম আসরের শীর্ষ পাঁচ ব্যাটার :
                                                        ম্যাচ ইনিংস  রান   ১০০   ৫০
তামিম ইকবাল (ফরচুন বরিশাল)           ১৫    ১৫    ৪৯২    ০     ৩
তাওহিদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)      ১৪    ১৪    ৪৬২    ১     ২
লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)           ১৪    ১৪    ৩৯১    ০     ৩
তানজিদ হাসান (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)      ১২    ১২    ৩৮৪    ১     ২
মুশফিকুর রহিম (ফরচুন বরিশাল)          ১৫    ১৫    ৩৮০    ০    ৩

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি