ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে উজ্জীবিত বাংলাদেশ
প্রকাশিত : ১৮:৩৬, ৮ মার্চ ২০২৪
সাফ অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভূটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফাইনাল ম্যাচের আগে এমন জয়ে উজ্জীবিত সাইফুল বারী টিটুর দল।
রাউন্ড রবিন লিগে সেরা দল হয়েই ফাইনালের মঞ্চে উঠেছে বাংলাদেশ। যদিও নেপাল ও ভারতকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল নারীরা। তাইতো এই ম্যাচটি ছিল তাদের জন্য শুধুই নিয়মরক্ষার।
ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে ভূটানকে গুড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
১৩ মিনিটে শুরুটা করেন সুরভী আকন্দ। ফাতিমা আক্তারের লম্বা ক্রস হেডে গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড।
এরপর গোল করেন ফাতেমা ও ক্রানুচিং মারমা। ৩৩তম মিনিটে ফাতেমা আক্তারের নেওয়া ফ্রি-কিক বক্সের বেশ বাইরে থেকে জালে জড়ায়। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রানুচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেড দিয়ে জাল খুঁজে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন সাথী মুন্ডা। বাঁ-প্রান্ত থেকে মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন এই বাংলাদেশি উইঙ্গার।
দলের হয়ে পঞ্চম গোল করেন থুইনু মারমা। শেষ দিকে গোল পেয়েছেন প্রীতি। ৭৭ মিনিটে সুরভী আকন্দ প্রীতি একাই বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন।
আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের বড় জয়।
রোববার (১০ মার্চ) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
এএইচ