টানা ম্যাচ জয়ের রেকর্ড গড়ল সৌদির আল হিলাল
প্রকাশিত : ০৯:৫২, ১৩ মার্চ ২০২৪
শীর্ষ লিগে খেলা কোনো দলের মধ্যে টানা ম্যাচ জয়ে রেকর্ড গড়লো সৌদি ক্লাব আল হিলাল।
কিং আবদুল্লাহ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আল ইত্তিহাদকে হারিয়ে এই রেকর্ড গড়লো প্রো লিগের ক্লাবটি।
শীর্ষ লিগে টানা ২৮ ম্যাচ জেতা একমাত্র ক্লাব এখন আল হিলাল। রেকর্ডগড়া এই ম্যাচে গোল পেয়েছেন আল শাহরানি ও ম্যালকম।
এরআগে, রেকর্ডটি ওয়েলশের ক্লাব দ্য নিউ সেন্টসের দখলে ছিল। ১৯৭১-৭২ মৌসুমে ইয়োহান ক্রুইফ-ইয়োহান নিসকেন্সদের আয়াক্সের গড়া টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড ২০১৬-১৭ মৌসুমে ভেঙে দেয় সেন্টস।
প্রথম লেগে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছিল আল হিলাল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে সেমিফাইনালে উঠল দলটি।
চোটের ছোবলে গত অক্টোবরে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে পুরো মৌসুমের জন্য হারায় আল হিলাল। তারপরও পর্তুগিজ কোচ জোর্জে জেসুসের হাত ধরে দুর্দান্ত সময় কাটছে দলটির।
সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আল হিলাল।
এএইচ