ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তানজিম সাকিবের ৩ উইকেট, ম্যাচে ফিরলো বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৩ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:৪৩, ১৩ মার্চ ২০২৪

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের দুই ওপেনারসহ তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান পেসার তানজিম হাসান সাকিব।

বুধবার (১৩ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। 
বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করেন তারা।

ইনিংসের দশম ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার তানজিম সাকিব। ৩৩ বলে ৩৩ রান করা আভিস্কাকে সাজঘরে পাঠান তিনি। এরপর ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে দলকে আবারও সাফল্য এনে দেন জুনিয়র সাকিব। দলীয় ৭২ রানে ২৮ বলে ৩৬ রান করা পাথুম নিশাঙ্কাকে সাজঘরে পাঠান এই তরুণ পেসার। 

নিশাঙ্কা ফেরার পর নামেন সাদিরা সামারবিক্রমা। তাকেও ফেরত পাঠান তানজিদ সাকিব। মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে ফিরে যান সামারবিক্রমা।

শেষ পর্যন্ত ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি