ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ানডে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১২:২৮, ১৭ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

ঘরের মাঠে আরও একটি ওয়ানডে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লংকানরা ঘুরে দাড়াঁলেও সিরিজ হাতছাড়া করতে নারাজ টাইগাররা। দলে আনা হয়েছে পরিবর্তনও। এদিকে, সিরিজ নিজেদের করে টাইগারদের মাটিতে আবারও ভিন্নধর্মী উদযাপনের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। 

চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সোমবার সকাল ১০ টায়।

টি-টোয়েন্টি সিরিজ হারের বদলা নেয়ার মিশনে ওয়ানডেতে শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। তবে দ্বিতীয় ম্যাচে আবারও খেই হারায় শান্তর দল। তিন ম্যাচ সিরিজের শেষটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

ঘরের মাঠে টানা দুটি সিরিজ কোনোভাবেই হাতছাড়া করতে চায়না বাংলাদেশ। তাই শেষ ম্যাচকে সামনে রেখে দলেও আনা হয়েছে পরিবর্তন। অফ ফর্মে থাকা লিটনের পরিবর্তে প্রথমবার ডাক পেয়েছেন হার্ড হিটার জাকের আলী।

স্পিন বিভাগেও থাকছে পরিবর্তন। তাইজুলের জায়গা দখলে নিতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ওপেনিংয়ে সৌম্যর সঙ্গী হতে পারেন তানজীদ তামিম অথবা এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর লঙ্কানদের টাইম আউট সেলিব্রেশনের বদলা নেয়া যদি হয় টাইগারদের মূলমন্ত্র, তাহলে জহুর আহম্মদের চৌধুরী স্টেডিয়াম হবে সেটার মহামঞ্চ।

এদিকে, কোনো ধরণের ছাড় দিতে নারাজ শ্রীলঙ্কাও। দ্বিতীয় ম্যাচ শেষে টাইগাররা বিশ্রামে কাটালেও কঠোর অনুশীলনে ঘাম ঝড়িয়েছে নিশাংকা-হাসারাঙ্গা বাহিনী। শেষ ম্যাচে জয় ছিনিয়ে আরও একটি সিরিজ নিজেদের করার পরিকল্পনায় সিলভারউডের শিষ্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি