ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ১৯ মার্চ ২০২৪ | আপডেট: ০৯:৫৭, ১৯ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

সফরররত শ্রীলঙ্কা দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা। 

২০২১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ১৫ ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন রানা। এ ছাড়া দলে ফিরেছেন সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা লিটন কুমার দাস।  

রানাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রথম টেস্টের দলটি খুব ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করছি। নতুন মুখ রানা ছাড়া আমাদের প্রথম টেস্টের দলটি বলতে গেলে প্রায় একই আছে। দলে ফিরেছেন  লিটন। সর্বশেষ সিরিজে সে ছুটিতে ছিল। প্রত্যেক বিভাগেই ব্যাকআপ আছে। আমরা মনে করছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো দল আমাদের আছে।’

তিনি আরও বলেন, ‘রানার বেশ ভাল ভবিষ্যত রয়েছে। এই মুহূর্তে সম্ভবত সে বাংলাদেশের সবচেয়ে  দ্রুত গতির বোলার এবং  যথার্থ বাউন্স দিতেও সক্ষম। অবশ্য এটা তার জন্য কেবলমাত্র শুরু, প্রথম শ্রেণীতে তার রেকর্ড বেশ সমৃদ্ধ। আরেক পেসার মুশফিক হাসানও দলে সুযোগ পেয়েছে। ইনজুরিতে থাকা এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ না খেলার কারণে অভিজ্ঞতা অর্জনে এ দুই পেসারের জন্য সঠিক সময়।’

নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের এখন ভারসাম্যপূর্ণ টেস্ট দল আছে। লিটনের প্রত্যাবর্তন ব্যাটিংকে শক্তিশালী করবে কারণ সে অভিজ্ঞতাসম্পন্ন এবং আমরা তার সামর্থ্যের উপর আস্থা রাখি। আমরা শাহাদাত হোসেন দীপুর মতো খেলোয়াড়কে  সুযোগ দিতে চাই, কেননা তাকে ভবিষ্যতের তারকা ব্যাটার  হিসাবে বিবেচনা করছি।’

আগামী ২২ মার্চ থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রের অংশ। 

প্রথম টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি