ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিরাজের সঙ্গে তামিমের ফোনালাপ ফাঁস, মুশিকে নিয়ে ক্ষোভ (ভিডিও)

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১০:৩০, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ১০:৩৬, ২০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

আবারও বাংলাদেশের ক্রিকেটে আলোচনায় তামিম ইকবাল। মেহেদি হাসান মিরাজের সঙ্গে তার চঞ্চল্যকর ফোনালাপ এসেছে গণমাধ্যমের হাতে। এবার বিপিএলে একই দলের হয়ে খেলা মুশফিকুর রহিমের উপর ক্ষোভ ঝাড়লেন তামিম। 

তামিম-সাকিব-বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের ত্রিমুখি দ্বন্দ্ব নিয়ে বিশ্বকাপের আগে থেকেই উত্তাল দেশের ক্রিকেট। এতে অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে কোনোপ্রকার অভিযোগ বা দ্বন্দ্ব ছিলো না তামিম-সাকিবের। সদ্য সমাপ্ত বিপিএলেও তামিম-মুশফিক-মাহামুদউল্লার সমন্বিত নেতৃত্বে শিরোপা জেতে বরিশাল।

কিন্তু আবারও হঠাৎ রেগে গেলেন তামিম। সেখানে তিনি অনেক রকম ইঙ্গিত করেছেন সিনিয়র ক্রিকেটার মুশফিককে নিয়ে।

এক পর্যায়ে বিভিন্নভাবে তামিমকে সান্ত্বনার চেষ্টা করেও পারলেন না ফোনের অন্যপ্রান্তে থাকা মেহেদি হাসান মিরাজ। তামিম বললেন, ‘এখন তো ন্যাশনাল টিমে খেলিনা তাতে অনেকের ভাব বেড়ে গেছে।’

অভিমানের কারণে জাতীয় দল থেকে বাইরে তামিম। এতেই কি দেশসেরা ওপেনারের কদর কমে গেছে? তামিম বলেন, “যদি ক্যাপ্টেন থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতিনা। এখন আমার দাম নাই- তাই তোরা এসব করছো। অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন- পৃথিবীটা গোল তুই ওই সাইটে আমি এই সাইট, কালকে আমি ওই সাইটে বসবো তুই এই সাইটে আসবি। বিষয়টা ভুলে যাইসনা, তোর বড়ভাইকেও বলে দিস।”

নতুনভাতে নাকি দল গড়ছেন মুশফিক! তবে এটা কোনোভাবেই মানতে পারছেন না তামিম। এই বলেন, “সে আমার সঙ্গে কথা তো বলেনিই, সে এখন নাকি আলাদা একটা টিম বানাচ্ছে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি