ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে ২১৪ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২১ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ২১৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। 

বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজি মেয়েদের ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে সফরকারীরা।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজি মেয়েদের। বাংলাদেশি বোলারদের তোপের মুখে দলীয় ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। 

এরপর বেথ মোনিকে সঙ্গে নিয়ে চাপ সামলে এগুতে থাকেন অ্যাশলে গার্ডনার। তবে দলীয় ৭৮ রানে ৬৪ বলে ২৫ রান করে ফিরে যান মোনি। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় অজি মেয়েরা। 

তবে অ্যানাবেল সাদারল্যান্ড ও আলানা কিং দলের হাল ধরেন। টাইগার বোলারদের সামলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেন সাদারল্যান্ড। এই দুই ব্যাটারের ব্যাটে দুইশো পেরোয় অস্ট্রেলিয়া। 

শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৭৬ বলে ৫৮ ও কিং ৩১ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। 

বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।   

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি