শ্রীলঙ্কাকে চাপে রেখে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
প্রকাশিত : ১৪:১৯, ২২ মার্চ ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিভেজা সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লাগালো বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগেই সফরকারীদের ৫ উইকেট তুলে নেয় টাইগাররা। দলীয় ৫৭ রানে অর্ধেক উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়েছে লঙ্কানরা। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ৩৫ রানের জুটি করলেও এখনো চাপ কাটিয়ে তুলতে পারেননি। লঙ্কানদের চাপে রেখেই মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
বিরতিতে যাওয়ার আগে ২২ ওভারের খেলে ৫ উইকেট হারিয়ে ৯২ রান তুলে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ২৫ রানে আর কামিন্দু ১১ রানে অপরাজিত আছেন। এর আগে শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের তোপে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার।
ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে তৃতীয় স্লিপের হাতের ক্যাচ বানান খালেদ। তরুণ এই পেসারকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটেবলে ভালো মতো সংযোগ ঘটাতে পারেননি ওপেনার নিশান মাদুশকা (৯ বলে ২)। ব্যাটের কোনায় লেগে বল চলে যায় মেহেদি হাসান মিরাজের কাছে। সুযোগটি পুরোপুরি লুফে নেন মিরাজ।
এরপর ১২তম ওভারে জোড়া শিকার করেছেন খালেদ। ওভারের (দ্বিতীয় বল) শর্ট ও বাউন্স বলকে কাট করতে গিয়েছিলেন লঙ্কান টপঅর্ডার কুশল মেন্ডিস। কিন্তু ডানহাতি এই ব্যাটার মনে হয় পুল করতে কিছুটা দেরি করে ফেলেছেন। ফলে বল যাচ্ছিল গালি অঞ্চলের দিকে। সেখান থেকে মেন্ডিসকে তালুবন্দী করেন জাকির হাসান। ২৬ বলে ১৬ রান করে ফেরত যান মেন্ডিস।
ওই ওভারের শেষ বলে থিতু হয়ে পিচে টিকে থাকার চেষ্টায় থাকা দিমুথ করুনারত্নেকে বোল্ড করে দেন খালেদ। ৩৭ বলে ১৭ রান করেন এই বাঁহাতি লঙ্কান ব্যাটার। খালেদের পরের ওভারেই রানআউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। খালেদকে অফসাইডে ফেলে রান নেয়ার চেষ্টা করছিলেন দিনেশ চান্দিমাল। সেখানে থাকা ফিল্ডার নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী থ্রু করে স্ট্রাইকের দিকে যাওয়া ম্যাথিউসের স্টাম্প সরাসরি ভেঙে দেন।
এমএম//