ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নেমেই ম্যাচসেরা মুস্তাফিজ, দাপুটে জয় চেন্নাইর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২৩ মার্চ ২০২৪ | আপডেট: ০৯:৪৬, ২৩ মার্চ ২০২৪

আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেই ঝলক দেখালেন মুস্তাফিজুর রহমান। তার ম্যাচসেরা পারফরম্যান্সে উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস।

টস জিতে ব্যাট করতে নেমেই ঝড় তোলেন বেঙ্গালুরু ওপেনার ফাফ ডু-প্লেসিস। চাহার- দেশপান্ডেরা ব্যর্থ হলে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার্ড। অধিনায়কে আস্থার প্রতিদান দিয়েছেন মিস্টার ফিজ। 

সেই ওভারেই ফিরিয়েছেন ডু-প্লেসিস ও রাজাত পাতিদারকে। নিজের দ্বিতীয় ওভারেও দুই উইকেট নিয়েছে মুস্তাফিজ। বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনকে আউট করেন এই কার্টার মাস্টার। 

শেষে আনুজ রাওয়াত ও দিনেশ কার্তিকের ব্যাটে ভর করে ১৭৩ রানের পুঁজি পায় ব্যাঙ্গালুরু। 

জবাবে, ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা ও ফেন্টাসি প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরষ্কার পান টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি