ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেসিহীন ম্যাচে সালভাদরকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ২৩ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ইনজুরিতে ছিলেন না লিওনেল মেসি। তবে মাঠের খেলায় সেটার প্রভাব পড়তে দেননি ফার্নান্ডেস- লো সেলসোরা। 

একের পর এক আক্রমণে ১৬ মিনিটেই প্রথম গোল পায় আলবিসেলেস্তেরা। অ্যাঙ্গল ডি মারিয়ার বাড়ানো বল গোলটি করেন ক্রিশ্চিয়ান রোমেরো। 

৪২ মিনিটে দুর্দান্ত গোলে দলকে ২-০ তে এগিয়ে দেন এনজো ফার্নান্দেস। ডি বক্সের বাইরে থেকে রদ্রিগো ডি পলের উদ্দেশ্যে বল বাড়ান ডি মারিয়া। ক্রস করে গোলমুখে থাকা লো সেলসোর কাছে সেই বল পৌঁছে দেন রদ্রিগো। লক্ষ্যের উদ্দেশ্যে ভালোই শট নিয়েছিলেন সেলসো। তবে সালভাদরের একজনের গায়ে লেগে বল চলে যায় দূরের পোস্টে। গোলমুখে ছুটে গিয়ে অনায়াসে বাকি কাজ সারেন চেলসি মিডফিল্ডার ফার্নান্দেস।

বিরতির পর ম্যাচের শেষ গোলটি আসে জিওভানি লো সেলসোর পা থেকে। লাউতারো মার্টিনেজের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন সেলসো।  

ম্যাচের শেষদিকে গোলের জন্য আরও কয়েকটা প্রচেষ্টা চালিয়েছেন ডি মারিয়া এবং লো সেলসে। তবে প্রতিবারই তাদের হতাশ করেছেন সাল্ভাদর গোলরক্ষক গনজালেজ। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক ডি মারিয়াকে। 

এদিকে, লাতিন আমেরিকার দল কলোম্বিয়ান কাছে ১-০ গোলে হেরেছে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি