ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় দিনেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ২৩ মার্চ ২০২৪

সিলেট টেস্টে দ্বিতীয় দিনেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। লঙ্কানদের পেস আর বাউন্স সমলাতে রীতিমতো দিশেহারা জয়-দীপুরা।

৩ উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ২০ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন মাহামুদুল হাসান জয়। ১২ রান এসেছে তার ব্যাট থেকে। 

তাইজুলের সাথে জুটি গড়ে আশা জাগাচ্ছিলেন শাহাদাত হোসেন দীপু। তবে তাদের পার্টনারশীপ ৩০ রানের বেশি দীর্ষ হয়নি। ২৬ বলে ১৮ রান করে আউট হন দীপু। দলীয় ৮৩ রানেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশে। 

এরপর ১২৪ রানের মাথায় লাহেরু কুমারার বলে বোল্ট হয়ে ফেরেন লিটন দাস।  ২৫ রান করেন এই ব্যাটার। 

মেহেদি মিরাজকে নিয়ে ব্যাট করছেন তাইজুল ইসলাম। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। এখনও ১৪৮ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

এর আগে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শ্রীলংকাকে ২৮০ রানে অলআউট করে দিয়ে নিজেদের ব্যাটিং ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩২ রান করে টাইগাররা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি