ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২৫ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:২৫, ২৫ মার্চ ২০২৪

সিলেট টেস্টে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ৩৩২ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।

সোমবার শ্রীলঙ্কার ৫১১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং ধসে টাইগারদের ইনিংস শেষ হলো ১৮২ রানে। 

আগের দিনের ৫ উইকেটে ৪৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৫১ ও ব্যক্তিগত ৬ রানে তাইজুল ইসলাম আউট হন। এরপর মিরাজকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন মোমিনুল হক। মিরাজ ৩৩ রানে আউট হলেও মোমিনুল হাফ সেঞ্চুরি তুলে নেন। 

শেষ পর্যন্ত ১৪৮ বলে ১২ চার ও ১ ছক্কায় ৮৭ রানে অপরাজিত থাকেন মোমিনুল। মাঝে শরিফুল ১২ ও খালেদ আহম্মেদ শূণ্য ও নাহিদ রানা শূণ্য রানে আউট হলে ১৮২ রানে থামে বাংলাদেশের ইনিংস। 

প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা তাদের দুই ইনিংসে যথাক্রমে ২৮০ ও ৪১৮ রান করে।

২০০৯ সালে ৪৬৫ রানে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই লঙ্কানদের বিপক্ষে ফের রেকর্ড ব্যবধানেই হারতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের। 

রানের দিক থেকে ৬ষ্ঠ সর্বোচ্চ ব্যবধানে পরাজয় দেখতে হলো সিলেটে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি