ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রেকর্ডের ম্যাচে দিল্লিকে হারাল সানরাইজার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ২১ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

আইপিএলে রেকর্ডের ম্যাচে জিতলো সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসকে ৬৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠলো প্যাট কামিন্সের দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব শুরু করে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে তোলেন ১২৫ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ। 

৩২ বলে ৮৯ করেন হেড। ১১টি বাউন্ডারি এবং ৬টি ছক্কার মার মেরেছেন তিনি। ১২ বলে ৪৬ করে আউট হন অভিষেক। 

এরপর নিতিশ কুমার রেড্ডি ২৭ বলে খেলেন ৩৭ রানের ইনিংস। তবে শাহবাজ আহমেদ ঝড় তোলেন।  ২৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ২টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন শাহবাজ।

শেষ পর্যন্ত ২৬৬ রানের শক্ত ভীত পায় হায়দরাবাদ। 

জবাবে নেমে দ্রুত আউট হন ওয়ার্নার ও পৃথ্বী শ্ব। তবে অস্ট্রেলিয়ার তরুণ ফেজার ম্যাকগার্ক  ও অভিষেক পোরেলের মারকারী ব্যাটিংয়ে জয়ের দিকেই আগাচ্ছিলো দিল্লি। ৮ ওভারে তোলেন ১৩১ রান। 

তবে এই দুই ব্যাটার আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। ২২ বলে ৪২ রান করেন অভিষেক পোরেল। আর অধিনায়ক রিশাভ পান্ত কিছুটা ধীরগতিতে রান তুলে করেন ৩৫ বলে ৪৪।

নিচের দিকের পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এর মধ্যে দুইজনই ফেরেন ডাক মেরে। একজন ফেরেন ০ রানে অপরাজিত থেকে। অর্থাৎ শেষের তিন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

১৯৯ রানে অল-আউট হয় দিল্লি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি