ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলটির অধিনায়ক করা হয়েছে মিচেল মার্শকে।

অফ ফর্মে থাকায় দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার স্টিফেন স্মিথের। আইপিএলে বিস্ময় জাগানো ব্যাটার জ্যাক ফেজারকেও রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। 

বৈশ্বিক আসরে অভিজ্ঞদেরই প্রাধান্য দিয়েছে অস্ট্রেলিয়া। ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। দলে ফেরাতে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি