ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সিরিজ বাঁচানোর টার্গেট নিয়ে রাতে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২৩ মে ২০২৪

ঘুরে দাঁড়ানোর মিশনে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।

বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজটিতে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও পারেনি শান্তর দল। 

ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি টপ-অর্ডার। বোলিংয়েও ছিলো না বৈচিত্র্য। বিশ্বকাপের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে এখন সিরিজ বাঁচানোই টাইগারদের মূল টার্গেট। 

সিরিজ হারের হতাশা নিয়ে বিশ্বকাপে যেতে চাইবে না কোনো দলই। বাংলাদেশও সেটার ব্যতিক্রম নয়। প্রথম ম্যাচে ভুলত্রুটি শুধরে বড় জয়ই কাম্য সাকিব-রিয়াদদের। 

এদিকে, প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েও দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচটিতেও ছন্দ ধরে খেলে সিরিজ জেতার পরিকল্পনা করছেন স্বাগতিকরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হারে নাজমুল শান্তর দল। তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের করা ১৫৩ রান ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় ইউএসএ।

হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি, ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। সামনের ম্যাচে চেষ্টা করব যেন ভালো খেলতে পারি।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি