ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পাত্তাই পেলো না হায়দরাবাদ, তৃতীয় শিরোপা জয় কলকাতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৭ মে ২০২৪

আইপিএলে বড় স্কোরের রেকর্ড গড়া হায়দরাবাদ ফাইনালে পাত্তাই পেলো না কলকাতার কাছে। একপেশে ম্যাচে ভেঙ্কেটেস আয়ারের অপরাজিত হাফ সেঞ্চুরিতে সানরাইর্জাস হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে আইপিএলের শিরোপা জিতলো শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এটি কলকাতার তৃতীয় শিরোপা। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলতে পারেনি হায়দরাবাদ। ১৮ দশমিক ৩ ওভারে ১১৩ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক পেট কামিন্স। এছাড়া মার্করাম ২০ ও ক্লাসেন করেন ১৬ রান। 

১১৪ রানের লো স্কোর তারা করতে নেমে সহজেই জয় পায় কেকেআর। মাত্র ১০ দশমিক ৩ বল খেলে লক্ষ্যে পৌছে যায় তারা। 

ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৩৯ রানে সাজ ঘরে ফিরলেও ভেঙ্কেটেস আয়ার ৫২ রানে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় এই রান করেন তিনি। 

এছাড়া অধিনায়ক শ্রেয়ার্স আয়ার ৬ রানে অপরাজিত থাকলে ২ উইকেটে ১১৪ রান তুলে জয়ের বন্দরে পৌছে কোলকাতা নাইট রাইডার্স। 

লক্ষ্য ছোট হওয়ায় আইপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলতে কোনো বেগই পেতে হয়নি কলকাতাকে। মাত্র ১০.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে হায়দরাবাদের দেওয়া লক্ষ্য টপকে যায় তারা।

অবিশ্বাস্য পারফরম্যান্সে আইপিএলের ১৭তম আসরে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সুনীল নারিন। আর ফাইনালে দারুণ পারফরম্যান্স করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কেকেআরের অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি