ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ-ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১ জুন ২০২৪

Ekushey Television Ltd.

বিশ্বকাপের আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিতে আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত। নিউইয়র্কের নাসাও কাউন্ট্রি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। সম্প্রতি আয়োজক দেশ নবাগত যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণশক্তির দল নিয়েও হেরেছে শান্ত-সাকিবরা। শেষ ম্যাচে অবশ্য বড় জয়ে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছে টাইগাররা। 

মূল লড়াইয়ে নামার আগে শেষবার প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ভালো কিছু করেই বিশ্বকাপে যেতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। 

এদিকে, বিশ্বকাপের আগে মাঠের প্রস্তুতির এটিই একমাত্র সুযোগ ভারতের। বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েই প্রস্তুতি সারতে মুখিয়ে শিরোপার অন্যতম দাবিদার ভারত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি