ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয় দিয়ে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৩ জুন ২০২৪

Ekushey Television Ltd.

ব্যাটিং-বোলিং নৈপুন্যে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। 

‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। 

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামা পাপুয়া নিউ গিনি। জবাবে ৬ বল বাকী রেখে জয় পায় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।   

মাঠ গায়ানায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ৭ রানে ২ উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। শুরুর ধাক্কা কাটিতে উঠে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৪ রান করতে পারে তারা। টপ অর্ডারে সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক আসাদ ভালা।

৫০ রানে চতুর্থ উইকেট পতনের পর ৩৭ বলে ৪৪ রানের জুটি গড়েন সেসে বাউ ও চালর্স আমিনি। ১২ রান করে আমিনি ফিরলেও টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলেই সাজঘরে ফিরেন বাউ। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ বলে ৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফের দ্বিতীয় শিকার হন বাউ।

১৭তম ওভারে দলীয় ৯৮ রানে বাউ ফেরার পর শেষ দিকে উইকেটরক্ষক কিপলিং ডরিগার ৩টি চারে ১৮ বলে ২৭ রান এবং চ্যাড সোপারের ১০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রাানের সংগ্রহ পায় পাপুয়া নিউ গিনি। 

ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারে গোল্ডেন ডাক মারেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস। এরপর দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার ব্রান্ডন কিং ও নিকোলাস পুরান। ৭টি চারে কিং ৩৪ এবং পুরান ১টি চার ও ২টি ছক্কায় ২৭ রান করে আউট হলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।  

এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৫ ও শেরফানে রাদারফোর্ড ২ রানে আউট হলে ম্যাচে ফিরে পাপুয়া নিউ গিনি। ১৬ ওভার শেষে ৯৭ রান তুলতে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে ১৮ বলে অবিচ্ছিন্ন ৪০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন রোস্টন চেজ ও রাসেল।
 
৪টি চার ও ২টি ছক্কায় চেজ ২৭ বলে অপরাজিত ৪২ এবং রাসেল ৯ বলে অনবদ্য ১৫ রান করেন। 

পাপুয়া নিউ গিনির ভালা ২ উইকেট নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি