নেপাল-আমিরাতের ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী এশিয়া কাপের
প্রকাশিত : ১০:৫১, ১৮ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:১৭, ১৮ জুলাই ২০২৪
নেপাল ও আরব আমিরাতের ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে নারী এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে শ্রীলঙ্কার ডাম্বুলায় প্রথম ম্যাচে জয়ের বিকল্প নেই নেপাল ও আরব আমিরাত নারী দলের। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চায় তারা।
দু’দলের ৩ বারের লড়াইয়ে নেপাল দুইবার জিতেছে আর আরব আমিরাত জিতেছে একবার।
নেপালের মিডল অর্ডারে কিছুটা সমস্যা থাকলেও এই ম্যাচে তা কাটিয়ে উঠতে চায় অধিনায়ক ইন্দু বার্মা।
এদিকে কোন ছাড়ই দিতে চান না আরব আমিরাতের অধিনায়ক ইশা ওজা।
আসরের দ্বিতীয় দিন (২০ জুলাই) সুলতানা জ্যোতির দল নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে।
এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই।
এএইচ