ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘ক্রীড়াঙ্গনে আমরা কোন রাজনীতিকরণ দেখতে চাইনা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৩ আগস্ট ২০২৪

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে পুরোপুরি  ধ্বংসের হাত থেকে রক্ষা করতে রাজনীতিকরণ বন্ধ করা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গত ১৭ বছরে তারা রাজনীতিকরণের  বিপজ্জনক প্রভাব দেখেছেন, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিপর্যস্ত  অবস্থায় নিয়ে গেছে।

 মিরপুরস্থ  শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ  সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আমিনুল  সাংবাদিকদের বলেন,‘ আমি আপনাদের কথা দিচ্ছি, খেলাধুলার কোথাও কোন  রাজনীতিকরন করা হবেনা।  রাজনীতিকরন  খেলাধুলাকে কিভাবে ধ্বংস করে আমরা সেটা  গত ১৭ বছরে দেখেছি। আমরা স্বৈরাচারী আচরণ দেখেছি, আমরা চাইনা  আরেকটি স্বৈরাচার আসুক।’

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সকল পরিচালকের  পদত্যাগের দাবীতে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে  স্টেডিয়ামের বাইরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি।

 আমিনুল বলেন,‘ক্রীড়াঙ্গন হচ্ছে সকল মানুষের  জায়গা। এখানে কোন দলের  মতামতের দরকার নেই।  আমরা যদি রাজনীতিকরণ এবং দালালি থেকে মুক্ত থাকতে পারি,ক্রিকেট বোর্ডসহ  প্রতিটি ফেডারেশনকে এমন ব্যক্তিদের দেখতে চাই যারা প্রকৃত সংগঠক এবং যারা খেলাধুলাকে ভালবাসে। আমি আপনাদের কথা দিচ্ছি কোন নির্দিস্ট দলকে অগ্রাধিকার দেওয়া হবেনা।’
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন  বিসিবি গ্রাইন্ডস কমিটির সাবেক চেয়ারম্যান  রফিকুল ইসলাম বাবু, ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়শন অব বাংলাদেশের(কোয়াব) সাধারন সম্পাদক  দেবব্রত পাল, ক্রীড়া সংগঠক তারিকুল ইসলাম টিটু প্রমুখ।  বিক্ষোভ-মানববন্ধন শেষে তারা বিসিবি প্রধান নির্বাহি  নিজাম উদ্দিন চৌধুরির  সঙ্গে  সাক্ষাৎ করেন।

 বর্তমান বোর্ড পরিচালকদের স্বেচ্ছায়  পদত্যাগের  আহবান জানান তারা।

 তারা বলেন,‘সব কিছুরই  একটা সময় আছে, প্রকিয়া আছে। আমরা দাবী তুলেছি। আমরা বর্তমান পরিচালকদের সকলকে  স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।  তাদের পদত্যাগের পর আমরা ক্রীড়া উপদেস্টার সঙ্গে  বসে নতুন কমিটি করব।’

সূত্র: বাসস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি