ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরিজে টিকে থাকতে মরিয়া টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ রোববার স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। এই ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে মরিয়া টাইগাররা। 

এদিকে, ইনজুরিতে দলে খেলোয়াড় সঙ্কট দেখা দেয়ায় নাঈম শেখ ও এবাদত হোসাইনকে রাতেই জিম্বাবুয়ে পাঠিয়েছে বিসিবি।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়েও জিম্বাবুয়ের কাছে হেরেছে টিম বাংলাদেশকে। ফলে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। 

তবে, নুরুল হাসান সোহানের পর ইনজুরিতে জিম্বাবুয়ে সফর শেষ ইনফর্ম লিটন দাসের। চোটের কবলে মুশফিক ও শরিফুলও। যদিও ঝুঁকিমুক্ত মুশফিক আর শরিফুলের ব্যাপারেও আশাবাদী বিসিবি। তবে সর্বশেষ চোটে পড়ে ছিটকে পড়লেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও।

এমন পরিস্থিতিতে দলে দেখা দিয়েছে খেলোয়াড় সঙ্কট। তাই তড়িঘড়ি করে ব্যাটার নাঈম শেখ ও পেসার এবাদত হোসাইনকে জিম্বাবুয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজও নিশ্চিত করতে চায় জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেট রক্ষক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি