ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

উইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৭ আগস্ট ২০২২

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ৩-১ এ জিতে নিল ভারত।

ফ্লোরিডায় শনিবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে সফরকারীরা। সর্বোচ্চ ৪৪ রান করেন ঋষভ পন্ট। 

এছাড়া রোহিত শর্মা ৩৩ ও শেষদিকে ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অক্সার প্যাটেল। ওবেদ ম্যাকয় ও আলজারি জোসেফ ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে সফরকারীদের নিয়ন্ত্রীত বোলিংয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। দলটির পক্ষে ২৪ রান করে করেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল।

ভারতের হয়ে আর্শদ্বীপ সিং নেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া আভেশ খান, অক্সার প্যাটেল ও রবি বিষ্ণোই নেন ২টি করে উইকেট।

লডারহিলে বাংলাদেশ সময় আজ (৭ আগস্ট) রাতেই উভয় দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষটিতে। রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি