ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাকিব-তামিমের অর্ধশতক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২৭ আগস্ট ২০১৭

বাংলাদেশের হয়ে পঞ্চাশতম টেস্টে প্রথম ব্যক্তিগত পঞ্চাশ স্পর্শ করলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

এদিন সাকিব-তামিম দুজনই খেলছেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট। দুজন উইকেটে জুটি বাঁধেন খুব দ্রুতই। প্রথম তিন ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট হারানোর পর চাপে ছিল বাংলাদেশ দল। সেই অবস্থা থেকে দলকে টেনে তুলছেন তারা।

এক পর্যায়ে ব্যাটিংয়ে তামিমকে ছাড়িয়েও যান সাকিব। হাফ সেঞ্চুরি তুলে নেন ৬৫ বলে। এর একটু পরেই সেঞ্চুরি করেন তামিম।

বাংলাদেশের হয়ে ৫০ টেস্ট প্রথম খেলেছিলেন হাবিবুল বাশার। ২০০৮ সালে মিরপুরে সেই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ১১ ও ২ রান। হাবিবুলের সেটিই ছিল ক্যারিয়ারের শেষ টেস্ট। পরের বছর ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলেন মোহাম্মদ আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডায় সেই টেস্টে আশরাফুল করেছিলেন ১২ ও ৩ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের সংগ্রহে ছিল ৬৭ রান ও তামিমের সংগ্রহে ছিল ৬১ রান।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি