ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাকিব-তামিম বিহীন বাংলাদেশের অগ্নীপরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:৫৪, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সিরিজ বাচাঁতে হলে এই টেস্ট জিততেই হবে টাইগারদের । তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব-তামিম বিহীন বাংলাদেশের জন্য কাজটা মোটেও সহজ হবে না।

বিশ্রামে থাকার কারণে টেস্ট সিরিজ খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর দ্বিতীয় টেস্টের আগে উরুতে চোট পেয়ে একাদশের বাইরে তামিম ইকবাল। ফলে চার বছর পর সাকিব-তামিমকে ছাড়া মাঠে নামবে মুশফিকুর রহিমের দল। তামিমের জায়গায় আজ একাদশে দেখা যেতে পারে আরেক বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে।

সর্বশেষ ২০১৩ সালের মার্চে দলের এই দুই তারকা ক্রিকেটারকে ছাড়া খেলেছে বাংলাদেশ দল। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সে টেস্টে সাকিব তামিমের অভাবটা বুঝতেই দেননি মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল। ব্যাট হাতে ডাবল সেঞ্চুরির দেখা পান মুশফিক। আশরাফুল করেছিলেন ১৯০ রান। ওই ম্যাচে লঙ্কানদের করা ৫৭০ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৬৩৮ রান।

ব্লইমফন্টেইনের ম্যানগাউং ওভালের বাউন্সি উইকেটে ফর্মে থাকা তামিমের অভাবটা অপূরণীয়। সিরিজে সমতা ফেরাতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে ম্যানগাউং ওভালের বাউন্সি উইকেটে প্রোটিয়া পেসারদের সামনে অগ্নীপরীক্ষাই দিতে হবে মুশফিকবাহিনীকে।

 

এমআর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি