ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকা সফর শেষ তামিমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আবারো ইনজুরিতে পড়লেন বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা তামিম ইকবাল। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ফিরেছিলেন তবে তৃতীয় ওয়ানডের আগে আবারো নতুন করে চোট পেয়েছেন তামিম। ফলে দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে বাঁহাতি ওপেনারের। শুধু তাই নয় এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

স্ক্যান রিপোর্ট পাওয়ার পর প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘ইনজুরির কারণে তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না। শনিবার (আজ) দেশে ফিরে যাবেন বাঁহাতি ব্যাটসম্যান। এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’

দক্ষিণ আফ্রিকা সফরটা এমনিতেই খুব বাজে কাটছে টাইগারদের। টেস্টে হোয়াইটওয়াশ হবার পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ধুকতে থাকা বাংলাদেশ তাই তামিমকে খুব মিস করবে।

 

সূত্র: ক্রিকইনফো ও ক্রিকবাজ

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি