ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টি সিরিজে নেই ডু প্লেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:১৭, ২৩ অক্টোবর ২০১৭

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি। বাংলাদেশ ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং করার সময় ইনজুরির শিকার হন তিনি।

৬৭ বলে ৯১ রান করার পর রিটায়ার্ড হার্ট মাঠ ছাড়তে হয় তাকে।  ডু প্লেসির ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার সিনিয়র ক্রিকেটারদের ইনজুরি আক্রান্ত হওয়ার তালিকাটা আরও লম্বা হলো। অভিজ্ঞ তিন ক্রিকেটার ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও ক্রিস মরিসও চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে।

ডু প্লেসিসের অবর্তমানে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। এদিকে প্রোটিয়া অধিনায়কের বদলে টি-২০ স্কোয়াডে ডাক পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৯ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল :  

জেপি ডুমিনি (অধিনায়ক), হাশিম আমলা, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি-ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বিউরেন হেন্ড্রিক্স, মাঙ্গালিসো মোসেহলে, ডেন প্যাটারসন, এরন ফাঙ্গিসো, আন্দিলে ফেলুকায়ো, তাব্রাইজ শামসি, ডোয়াইন প্রিটোরিয়াস।

 

সূত্র : ক্রিকইনফো

এমআর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি