ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টি-টেনে খেলবেন সাকিব-তামিম-মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি ফরম্যাটের পর ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন আরো একটি ফরম্যাট, যার নাম টি-টেন ক্রিকেট। শারজায় টি-টেন ক্রিকেট লিগ নামে ১০ ওভারের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এ টুর্নামেন্টের প্রথম আসরে খেলবেন তিন বাংলাদেশি তারকা ‍ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠেয় এ ক্রিকেট লিগে অংশ নিবে মোট ৬টি দল। দলগুলো হলো : মারাঠা অ্যারাবিয়ান্স, পাঞ্জাবি লিজেন্ড, কলম্বো লায়ন্স, পাখতোন, কেরালা কিংস ও ব্যাঙ্গল টাইগার্স।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে কেরালা কিংস। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছে বেঙ্গল টাইগার্স। অন্যদিকে টাইগার ওপেনার তামিম ইকবালকে দলে নিয়েছে পাখতুন।

আগামী ডিসেম্বরে শুরু হবে টুর্নামেন্ট। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ২৪ ডিসেম্বর।

বর্তমান ও নতুন তারকাদের পাশাপাশি কুমার সাঙ্গাকারা, বীরেন্দ্র শেওয়াগ ও শহীদ আফ্রিদিদের মতো সাবেক তারকারাও অংশ নিবেন এই টুর্নামেন্টে।

 

সূত্র : দ্য ন্যাশনাল

এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি