ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনা দল আমি চালাই না : লিওনেল মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:০৪, ১০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আর্জেন্টিনা দল নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ ধরনের অবান্তর কথায় তার রাগ উঠে বলেও জানিয়েছেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার।

ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে সব আশঙ্কা দূর করে আর্জেন্টিনাকে নিয়ে গেছেন রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসির বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে, আর্জেন্টিনা দল নির্বাচনে তিনি নাকি অনেক প্রভাব বিস্তার করেন।

তবে মেসি দৃঢ়তার সঙ্গে জানালেন, কখনোই তিনি কোচের সিদ্ধান্তে প্রভাব রাখেন না। বলা হয়, ইকার্দিকে আমি নাকি জাতীয় দলে চাইনি। তবে একজন খেলোয়াড় দলে আসবে কী-না, সে সিদ্ধান্ত আমি কখনও নেইনি।

মেসি আরো বলেন, এখন এটা পরিষ্কার, যা কিছু বলা হয়েছিল তার সবই মিথ্যা। আমি কখনই বলিনি, জাতীয় দলে আমি ইকার্দিকে চাই না…এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ, জাতীয় দল আমি চালাই না।

সূত্র : সনি ইএসপিএন

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি